গজারিয়ায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
এ বছর গজারিয়া উপজেলার মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৭৫ জন। তাদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০জন।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ৬জন, দাখিলে ৩জন ও কারিগরিতে ১জন রয়েছে।উপজেলার সব কয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ হয়।
পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস