Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

                                                               

গজারিয়া উপজেলার উত্তরে সোনারগাঁও ও মেঘনা উপজেলা, দক্ষিনে চাঁদপুর জেলার মতলব উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা, পশ্চিমে মুন্সীগঞ্জ সদর ও সোনার গাঁও উপজেলা।গজারিয়ার চারদিকে রয়েছে জালের মত বেষ্টন করে মেঘনা নদী। শীতলক্ষা ও বুড়িগঙ্গার মিলিত ধারা মেঘনা নদীর সাথে গজারিয়ার পশ্চিম পাশে মিশেছে। পরে সোজা দক্ষিন দিকে পদ্মার সহিত মিলিত হয়ে পুনরায় মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উত্তর ও পূর্ব পাশে মেঘনা ও গোমতির জলধারা মিলিত হয়ে ষাটনলের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে। বাংলাদেশ জাপান সেতু-১(মেঘনা সেতু) উত্তরে নারায়নগঞ্জ জেলা এবং বাংলাদেশ-জাপান ২য় সেতু  (মেঘনা-গোমতি সেতু) দাউদকান্দির সাথে মিলন বন্ধন সৃষ্টি করে দুই অঞ্চলের অধিবাসীদের মধ্যে সৃষ্টি করেছে ভ্রাতৃত্বের মহা মিলন।