মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ানে বৈদ্যারগাও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মুক্ত জলাশয়ে ১৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি ২০১৪ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক জেলেদের পরিচয়পত্র ( আই. ডি. কার্ড)বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম ফজিলাতুন্নেছা ইন্দিরা, মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য। তিনি বলেন, বিগত সরকার আমলে জেলেদের কোন খোজ খবর নেইনি। বরং শেখ হাসিনা সরকারই জেলেদের খোজ খবর নিয়েছে ও সারা বাংলাদেশে ১৬ লক্ষ জেলেদের নামের তালিকা করা হয়েছে এবং দুই লক্ষ জেলেদের পরিচয় পত্র দেওয়া হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নুরতাজুল হক,জেলা মৎস্য কর্মকর্তা,
জনাব ফরিদা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গজারিয়া। জনাবা মাহবুবা বিলকিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া, উপজেলা মৎস্য অফিসার, সালমা আক্তার, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: ফেরদাউস হোসেন, টেংগারচর ইউনিয়ানের চেয়ারম্যান মো: শাহজাহান খান, এপিএস মো: মমিনুল খক প্রমুখ। প্রায় ১৫০ জন জেলেদের মাঝে আইডি কার্ড বিতরন করেন- প্রধান অতিথিসহ বিশিষ্ট ব্যাক্তি বর্গগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস